বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া জেলা সমিতি অফ ইউ এস এ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত

শামীম আশরাফ

কুষ্টিয়া জেলা সমিতি অফ ইউ এস এ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা সমিতি অফ ইউ এস এ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত =========================================================. প্রবাসে আঞ্চলিক সংগঠনের অন্যতম কুষ্টিয়া জেলা সমিতি ইউ এস এ ইনকের বনভোজন ও মিলন মেলা হয়ে গেল গত ৫ই সেপ্টেম্বর রোজ রবিবার , প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিউইয়র্কের ওয়েচেষ্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কে I ব্যাপক আনন্দঘন , হাল্কা বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে নিজস্ব পরিবহনে তিন শতাধিক লোকের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।


কুষ্টিয়া এই বনভোজন ও মেলায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়ার কৃতি সন্তান ডাক্তার হুমায়ন কামাল , বিশেষ অতিথি ও কার্যকরী উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ , প্রধান উপদেষ্টা এমডিএ খালেক, বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ হাসান ,মোঃ তারেক হোসেন , পলিমার গ্রুপের এমডি সাইলা আক্তার পলি , মোহাম্মদ ইকবাল
হোসেন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ও মোঃ ইয়াকুব আলি ।


এছাড়া সংগঠনের সভাপতি আবু মুসা , সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান , সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন , উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাফিজুর রহমান , মাসুদুল ইসলাম লিপু , হালিম চৌধুরী ,নাজমুল আহসান , বনভোজন ও মিলন মেলার আহ্বায়ক মোঃ আশরাফুল আলম , সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান , যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান , যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন , প্রধান সমন্বয়কারী মোঃ সাজেজুল ইসলাম সুজন , সমন্বয়কারী আবদুল্লাহ যুবায়ের , আনোয়ারা মন্জু , রওশন হাসান , সাজিদ হাসান , কবিরুল , শাহিন আলম , নাজমুল হাসান , মোঃ শহিদুল ইসলাম , মোঃ আনোয়ার হোসেন , মোঃ শরিয়ত উল্লাহ , মাসুম আলী , শ্রাবণী আহম্মেদ , ইবাদত হোসেন , মোঃ হাসান , শাহানারা খাতুন , মোঃ আবুতালেব , মোঃ মতিয়ার রহমান , মোঃ রেজাউর রহমান লাবু , সাবিনা সুলতানা ,কেএম খোকন , মুক্তা ও কার্যকরী কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ I


দিনের প্রথম পর্বে শুরুতে নাস্তা ,তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পর পরই খেলাধুলা পর্ব শুরু করা হয় I খেলাধুলা পর্বটি মোঃ মোঃ সাজেজুল ইসলাম সুজনের তত্ত্বাবধানে খেলাধুলা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের , সহযোগিতা করেন সাজিদ হাসান প্রলয় , কবিরুল , আনোয়ারা মন্জু ,মোঃ জিয়াউর রহমান , সাহানারা খাতুন ।
১ম পর্বের খেলায় ছিল ছোট ছেলে মেয়েদের ৩থেকে ৬ , ৭ থেকে ৯, ১০ থেকে ১৩ ও ১৪ উধ্বে বছরের ছেলে মেয়েদের দৌড় ।


আকর্ষণীয় রাফেল ড্রয়ের তত্বাবধানে ছিলেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ও সাজেজুল ইসলাম সুজন , উপস্থাপনায় ছিলেন নাজমুল আহসান ।

এরপর দুপুরের খাবার পরিবেশন করা হয় , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ।

 


সহযোগিতা করেন আশরাফুল আলম ,মোঃ কামরুজ্জামান , মোঃ জিয়াউর রহমান , ইবাদত হোসেন , সাজিদ হাসান সহ অনেকেই I

দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। গান পরিবেশন করেন অথিতি শিল্পী মৌ ও মামুন ।

দ্বিতীয় পর্বের খেলায় ছিল আকর্ষণীয় বালিশ বদল ও ফুটবল কিক । ফ্রি কিক উধ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি ডাক্তার হুমায়ন কামাল ও সঙ্গে ছিলেন ডঃ মোহাম্মদ আসাদুল্লাহ সহ সকল উপদেষ্টা মন্ডলী , সদস্য ও সম্মানিত অতিথি বৃন্দ I

সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান , বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ আশরাফুল আলম ও প্রধান সমন্বয়কারী সাজেজুল ইসলাম সুজন ।
এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সভাপতি আবু মুসা , প্রধান অথিতি ডাক্তার হুমায়ন কামাল , বিশেষ অতিথি উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডঃ মোহাম্মদ আসাদুল্লাহ , সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন , মোঃ হাফিজুর রহমান , মোঃ হালিম চৌধুরী সহ সম্মানিত অথিতিবৃন্দ ।

ছোট্র ছেলেমেয়েদের জন্য ফ্রি গিফ্টের পাশাপশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ ।

আকর্ষণীয় রাফেল ড্র পর্বটি যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ও প্রধান সমন্বয়কারী মোঃ সাজেজুল ইসলাম সুজন তত্বাবধানে , সভাপতি আবু মুসা , সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় টান টান পর্বটি চলে ।
রাফল ড্র পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: ১ম পুরস্কার (নিউইয়র্ক -বাংলাদেশ-নিউইয়র্ক বিমান টিকিট ,সৌজন্যে বিশিষ্ট শিল্পপতি ও প্রধান উপদেষ্টা এমডি এ খালেক ,২য় পুরস্কার (ল্যাপটপ সৈজন্যে প্রধান অতিথি ডাক্তার হুমায়ন কামাল ) , ৩য় পুরস্কার ( টিভি -সৈজন্যে মইন চৌধুরী ) , চতুর্থ পুরস্কার স্মার্ট ফোন , অন্যান্য পুরস্কার গুলো সহ সভাপতি মোঃ আবুতালেব ও মোঃ জনিরুল
ইসলামের পারফিউম ফাবিহা এর সৌজন্যে ১৭টি পুরস্কার প্রদান করা হয় ।

পরিশেষে সভাপতি মোঃ আবু মুসা সকল অথিতিবৃন্দ , উপদেষ্টামন্ডলী , কার্যকরী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ দিয়ে বনভোজন ও মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন৷

Facebook Comments Box

Posted ৩:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!