কুষ্টিয়ায় তরুণ সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রজিউন)।
সে স্থানীয় পত্রিকা দৈনিক দিনের খবরের প্রকাশক ও সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গোয়ালন্দ ঘাটের কাছে পৌঁছালে সে মৃত্যুবরণ করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় গুরুতর অসুস্থ্য হলে তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এর পর রাতেই অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার পথে দৌলতদিয়া ঘাটে পৌছানোর পর সে মারা যান।
ফেরদৌস রিয়াজ জিল্লুর মৃত্যুতে প্রতিদিনের কুষ্টিয়া নিউজের পরিবার, গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ পৃথক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাদ জুম্মা জিকে মসজিদে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
Posted ২:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor