কুষ্টিয়া দৌলতপুরে পিপুলবাড়ী এলাকার ফাঁকা মাঠের মাঝে আম ও কাঁঠাল বাগানের কাঁঠাল গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
থানা পুলিশের, পুলিশ পরিদরর্শক তদন্ত শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্য মতে পিপুলবাড়ী পুলিশ ক্যাম্প ঘটনা স্থানে গিয়ে থানা পুলিশকে নিশ্চিত করেন মাঠের মাঝে একটি বাগানে কাঁঠাল গাছে এক ব্যক্তি লাশ ঝুলছে। পরে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ও ভেড়ামারা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাতের উপস্থিতে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য নেওয়া হয়েছে। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি মৃত্য ব্যক্তির বয়স অনুমানিক (৪০) বছর।তবে এই ব্যক্তি এখন প্রর্যন্ত কোন পরিচয় পাওয়া যায় নাই।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor