শোভন আহাম্মেদ, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর ফরাজীপাড়া-কাজিপুর গ্রামের কাঁচা সড়কটি বেহাল দশা ও চড়ম জনদূভোর্গে পরিণত হয়েছে। উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজিপুর ও সাতগাছা গ্রামের বেহাল সড়কটুকু কামালপুর ফরাজীপাড়া সড়ক হয়ে পার্শ্ববর্তী গ্রাম কামালপুর বাজার ও মাদিয়ায় গিয়ে মিলিত হয়।
ঔই এলাকার লোকজন বাজারে যাতায়াত করে থাকে। সামান্য বৃষ্টি আসলে কাঁদায় চলাফেরা করতে সমস্যার সৃষ্টি হয়। উক্ত রাস্তাটুকু কর্দমাক্ত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, গ্রামের ছোট বাচ্চা ছেলে- মেয়েরা স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়।
এই অবহেলিত গ্রামের লোকজন বলেন, রাস্তাটি দেখার কেউ নেই। পাশ্ববর্তী অনেক রাস্তাই পাকা করণ করা হয়েছে। অথচ এ পুরাতন রাস্তাটি অদ্যবদি পাকা করণ কাজের উদ্যোগ নেয় নি কেউ। বৃষ্টির দিনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন সহ ঐ এলাকার জনগোষ্টী আদিম যুগের মত বসবাস করে।
ঐ এলাকার রাসেল ফরাজী নামের এক ব্যক্তি বলেন, কামালপুর ফরাজীপাড়া-কাজিপুর এই সড়কটি প্রায় ২০০ বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত এই রাস্তার কোন কাজ হয়নি। রাস্তাটি কাঁদা হওয়ায় এলাকার শিক্ষার্থীদের বৃষ্টির দিনের চরম সমস্যার সম্মুখীন হতে হয়।
উক্ত এলাকার লোকজনের জোরালো প্রাণের দাবী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ এমপি ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এড. এজাজ আহম্মেদ মামুনের হস্তক্ষেপ ও কতৃপক্ষের সু -দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor