কুষ্টিয়ার দৌলতপুরে ৮৯ বোতল ফেনসিডিল সহ জাহিদ হাসান ডাবলু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ শক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব। সে একই এলাকার মৃত জামাত সরদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সিরাজনগর টলটলিপাড়া এলাকার নাদির সরদারের বাড়ীর সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান ওরফে ডাবলুকে ৮৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor