দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারী রোববার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
দৌলতপুর মডেল পাইলট বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়েজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউট এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হক , হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু, দৈনিক সাউথ ইষ্ট টোয়েন্টিফোরের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা এ্যাড. মির্জা আলম রিগান, আ.লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor