দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। আজ সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এমপি। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৪টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে সর্বমোট ২,০২,৪৮৭ জন ভোটার। এর মধ্যে ১টি পৌরসভায় ইভিএম ও ৩টিতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট। কুমারখালী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে। আর বাকি তিনটি পৌরসভা অর্থাৎ কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় ব্যালটে নেয়া হচ্ছে ভোট। জেলার চারটি পৌরসভায় বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধ লাইনে দাঁড়ি ভোট দিচ্ছেন। এদিকে ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor