কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র খসড়া ভোটার তালিকা প্রকাশ
কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ সামনে রেখে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নির্বাচন ২০২১ এর রিটার্নিং অফিসার মুহাম্মদ আমীরুল আজম।
একই সাথে খসড়া ভোটার তালিকা জেলা তথ্য অফিস ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নোটিশ বোর্ডে উত্তোলন করা হয়। রিটার্নিং অফিসার ও সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ আমীরুল আজম বলেন, সকলের অংশগ্রহনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।
প্রত্যেক পদের বিপরীতে একাধিক মনোনয়ন বিক্রি হবে। কোন পদে একক প্রার্থী গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় আপত্তি শুনানী গ্রহন এবং বিকাল ৫ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র আহবায়ক রাশেদুল ইসলাম বিপ্লব, সদস্য মীর আল আরেফিন বাবু, মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, আফরোজা আক্তার ডিউ প্রমুখ।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor