কুষ্টিয়া শহরে হানিফনগরে জাবেদ কনভেনশন সেন্টারে ৩টায় ১৯ সেপ্টেম্বর দুপুরে এই প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার, নাগরিক টিভি), সহ সভাপতি পদে মীর আল আরেফিন বাবু ( দ্যা ইন্ডিপেনডেন্ট), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম(সাপ্তাহিক মুকুর), সাধারন সম্পাদক পদে সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), যুগ্ম সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), মাহমুদ হাসান (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক পদে আফরোজা আক্তার ডিউ ( নিউনেশন), কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক পদে এস.এম. ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা), প্রচার ও সম্পাদক পদে সালমান শাহারিয়ার রাজু (দৈনিক পদ্মা গড়াই), তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু (সাপ্তাহিক দৌলতপুর বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম) এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়।
Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor