কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে আজ দুপুরে শীতবস্ত্র বিতরণ করেন মিডিয়াবান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। তিনি বলেন, এই জেলায় কাউকে শীতের কষ্ট পেতে দেবোনা। মাননীয় প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। কুষ্টিয়া জেলায় কোন অসহায় মানুষ শীতার্ত থাকবে না।কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, জামিল হাসান খান খোকন, সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান লিপটন, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, ইসমাইল হোসেন সহ সাধারণ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor