পুলিশ সদস্যদের ডিউটি করাসহ অন্যান্য সরকারী দায়িত্ব পালনের জন্য কুষ্টিয়া মডেল থানাকে একটি নতুন গাড়ি উপহার দিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস,এম মোঃ তানভীর আরাফাত পিপিএম(বার)
গত ২রা সেপ্টেম্বর বুধবার কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হাতে গাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন তিনি।
অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, নতুন গাড়ি উপহার পাওয়ায় আমাদের পুলিশ সদস্যদের ডিউটি করা সহ অন্যান্য সরকারী দায়িত্ব পালন করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে । নতুন গাড়ি উপহার দেওয়ায় জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
তিনি আরো বলেন , এই উপকারের কৃতজ্ঞতাস্বরূপ কুষ্টিয়া মডেল থানাধীন জনগণের নিরাপত্তা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
পরিশেষে আমার এবং কুষ্টিয়া মডেল থানার পক্ষ থেকে আবারো অভিনন্দন জানাচ্ছি এবং জেলা পুলিশ সুপার স্যারের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor