মোঃ গোলাম কিবরিয়া (জিবন) :- কথায় আছে শখের মূল্য লাখ টাকা, শখের কোন জিনিস হারিয়ে গেলে যেমন খুব কষ্ট লাগে তেমনি পুনরায় তা আবার ফিরে পাওয়ার আনন্দটাও বেশ, আর তা যদি হয় মাত্র একদিনেই তাহলে তো কথায় থাকে না।
গত ২৬/০৭/২০২০ ইং তারিখ অনুমান সকাল দশ ঘটিকার সময় মোহাম্মদ ইব্রাহীম, পিতাঃ মোঃ লালন, সাং- বারখাদা ত্রিমোহনী, থানা ও জেলা- কুষ্টিয়া এর শখের মোবাইল ফোনটি ভুলবশত হারিয়ে যায়, যার দরুন তিনি ঐদিনই থানায় এসে সাধারণ ডায়েরি দায়ের করেন।
এরই প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নির্দেশক্রমে এবং নির্দেশনায় বিচক্ষণ অফিসার এএসআই (নি:) মোহাম্মদ Elias Hossain এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্র্যাকিংয়ের মাধ্যমে আজই Samsung Galaxy A20 মডেলের মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক মোহাম্মদ ইব্রাহিমের জিম্মায় প্রদান করা হয়…
মাত্র একদিনের মধ্যে হারানো মোবাইলটি হাতে পেয়ে তিনি কুষ্টিয়া মডেল পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করেন এবং অফিসার ইনচার্জ কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)