আজ ১১ ডিসেম্বর ২০২০- কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে কুষ্টিয়া জেলা মুক্ত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্যে বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।
মুক্ত দিবস উপলক্ষে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো ইউনিট, জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো কর্মসূচি গ্রহণ করেছে।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor