সিনিয়র করেসপন্ডেন্ট
কুষ্টিয়ার মিরপুরের বহল বাড়িয়ার কুষ্টিয়া রাজশাহী মহাসড়কের আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় আটমাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারা থেকে সিএনজি চালিত অটো রিক্সা যাত্রী নিয়ে কুষ্টিয়া আসার পথে এবং অপর দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে চিকিৎসা নিতে আসা মেহেরনিগার নামে এক গৃহবুধ মারা যান পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে পথেমধ্যে শিশির মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করে লাশ মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক প্রতিদিনের কুষ্টিয়া কে দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থলে স্থানীয়রা সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পৌছান এবং সিএনজি ও মাইক্রোবাস আটক করেন।
জিবন/প্রতিদিনের কুষ্টিয়া
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)