কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে ব্যাটারি চালিত ইজি বাইকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শহরের মজমপুর রেল গেট সংলগ্নে একটি অটোরিক্সাতে হঠাৎ আগুন লাগে।
আজ মঙ্গলবার (২৫ মে) সকালে এ ঘটনা ঘটে। তবে অটো রিক্সাতে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
পুড়ে গেছে অটো রিক্সার পিছন সাইড। স্থানীয় সূত্রে জানা যায় ভাড়া চালিত অটো রিক্সা ভাড়ার উদ্দেশ্যে রওনা হলে মজমপুর গেটে পৌছামাত্র ব্যাটারীতে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় খুব দ্রুত পানির মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হন। তবে ধারণা করা হচ্ছে ব্যাটারি তারের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটতে পারে।