ভেড়ামারার কৃতি সন্তান, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা’র মা সাহারা বেগম (৭৫) আর নেই।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার বেলা ১১ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ঈদগাহ মাঠে জানাযা শেষে খরতলা গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
পবিত্র জুম্মার দিন সকাল ১১ টায় ১৬ দাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজায় মানুষের ঢল নামে। কুষ্টিয়া ১ আসনের মাননীয় এমপি এড. আকম সরোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন, রেজাউল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রভিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব তানভীর আরাফাত পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আল মামুন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান জানাজায় শরিক হন ও বক্তব্য রাখেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মারুফ সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সমাজ সেবক সোলায়মান চিশতী ও ভেড়ামারা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং গণ্য মান্য গুরু স্থানীয় ব্যক্তিত্ব গণসহ বিপুল সংখ্যক মুসল্লী সমবেত হন ও নামাজ আদায়ের মাধ্যমে মরহুমাকে শেষ শ্রদ্ধা জানান। ভেড়ামারা পৌরসভার সুযোগ্য ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা কার্যক্রম ও প্রোটোকল নিয়ন্ত্রণ করেন। কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা তার বক্তব্যে তার মায়ের পক্ষে ক্ষমা ও দোয়া কামনা করেন। প্রচলিত প্রথা অনুযায়ী সমবেত সকল মুসল্লীবৃন্দ ডান হাত উঁচিয়ে মরহুমার আত্মার পারলৌকিক শান্তির পক্ষে সমর্থন দেন।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor