কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা’র মায়ের জানাযা ও দাফন সম্পন্ন!
খয়েরতলা গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা’র মমতাময়ী মা সাহারা বানু।
আজ পবিত্র জুম্মার দিন সকাল ১১ টায় ১৬ দাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজায় মানুষের ঢল নামে। কুষ্টিয়া ১ আসনের মাননীয় সাংসদ সদস্য এ্যাড়, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আল মামুন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান জানাজায় শরিক হন ও বক্তব্য রাখেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক, ভেড়ামারা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী সমবেত হন ও নামাজ আদায়ের মাধ্যমে মরহুমাকে শেষ শ্রদ্ধা জানান। ভেড়ামারা পৌরসভার সুযোগ্য মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা কার্যক্রম ও প্রোটোকল নিয়ন্ত্রণ করেন। শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা তার বক্তব্যে তার মায়ের পক্ষে ক্ষমা ও দোয়া কামনা করেন।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor