কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজা ও মহিষ উদ্ধারে বিজিবি। আজ (সোমবার) ভোর ৪.২০ মিনিটের সময় দৌলতপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র টহল কমান্ডার নায়েক সাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ক্রফটনগর মাঠের মধ্যে নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৮ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।
অপর দিকে, রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আল মামুন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর নদীরপাড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১(এক)টি ছোট মহিষ জব্দ করে।
Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor