কুষ্টয়ার দৌলতপুরে পিস এন্ড স্মাইল এর উদ্যোগে অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র, চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১১.০০ টার সময় দৌলতপুর উপজেলায় আল্লার দর্গা অবস্থিত নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫০০ কর্মহীন হয়ে পড়া দুস্থ ও গরিব মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ৭৫ কুষ্টিয়া ১ আসনের আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব আজগর আলী এবং ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ্ নেওয়াজ টিটু
দৌলতপুরের পিস এন্ড স্মাইলের এমন জনহিতকর কল্যাণমূলক কর্ম কান্ডকে এলাকার সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে। উপস্থিত দুস্থ পরিবারগুলো এ ধরনের সহযোগিতা পেয়ে অনেক খুশি বলে জানান।
এ বিষয়ে পিস এন্ড স্মাইলের চেয়ারম্যান শাহ নেওয়াজ টিটু বলেন , করোনাভাইরাসের কারণে কাজ না থাকায় অনেক গরিব মানুষ অসহায় হয়ে পড়েছে। এজন্য দৌলতপুর উপজেলার প্রত্যেক ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও গরিব ১৫০০ পরিবার কে পিস এন্ড স্মাইলের অর্থায়নে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor