নুরআলম নাহিদ
কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি এলাকায় আগমনী বাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৯ জন আহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তি হলেন, উলিপুর উপজেলার ধরনীবাড়ি গ্রামের মোঃ শামসুল (৪০)। আহত ৯ জনের মধ্যে ১জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৮জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, সদরের কাঠাঁলবাড়ির মিনা বাজারে নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায়, বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ৮ টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,”গাড়ি দুটি জব্দ করা হয়েছে, চালকের গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।”
Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque