মোঃ গোলাম কিবরিয়া (জীবন)
কুষ্টিয়াতে আজ করোনায় ৩ জনের মৃত্যু সহ আক্রান্ত ৯৮ জন ।
সাবধান কুষ্টিয়াবাসী। সেঞ্চুরি হতে আর বাকী নেই! আগের সব রেকর্ড ভেঙে কুষ্টিয়ায় আজ করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এ ছাড়া একদিনে ৩ জন মৃত্যুবরণ করেছেন। কুষ্টিয়া জেলায় উদ্বেগজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমন। বিশেষ করে ঈদের পর থেকে এই সংক্রমনের হার বাড়তে শুরু করে।সব রেকর্ড ছাড়িয়ে আজ মঙ্গলবার (১৫ জুন) ৩ জনের মৃত্যু, ৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে কুষ্টিয়া মডেল থানার দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ দেখা দিয়েছে আরো দুজনের।
এ অবস্থায় কুষ্টিয়া মডেল থানা পুলিশের মধ্যে করোনা আতংক বিরাজ করছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম থানার দুই এসআই’র করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই।
ওয়ার্ডে যেখানে ৪১টি বেড রয়েছে মঙ্গলবার (১৫ জুন) দুপুর পর্যন্ত সেখানে ৭৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ওয়ার্ডে বেড না থাকায় বরান্দায় রাখা হচ্ছে রোগীদের।
ভীড় বাড়ায় দখল হয়ে গেছে চিকিৎসক ও নার্সদের বসার স্থানও। কুষ্টিয়া শহর এলাকায় দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ নানা বিধি নিষেধ আরোপ করার পরও জেলায় প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্য বেড়েই চলেছে। জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী কুষ্টিয়া জেলায় মোট ৫৮৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন জনমনে একটাই প্রশ্ন কোভিড ১৯ ,কোন পথে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া?
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)