কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমারখালী থানা পুলিশের র্যালী ও প্রচারণা অভিযান।
“মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের দিকনির্দেশনায় ২১ মার্চ ২০২১ খ্রি: হতে সারা বাংলাদেশে একযোগে জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার নিমিত্তে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এরই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পুলিশ কর্তৃক আয়োজিত মাস্ক পরিধানের উপর সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব আতিকুল ইসলাম, এছাড়াও অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত কুমারখালী জনাব রাকিব হাসান, কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র এস.এম.রফিক,পৌর কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, বর্তমানে আমরা আকস্মিকভাবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমাদেরকে করোনা সংক্রমণ মোকাবেলা করতে হবে। আবার, দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে হবে,সামাজিক দুরত্ব বজায় রেখে সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যেতে হবে।
এ সময় তিনি আরও বলেন,সরকার দেশের কল্যানে আমাদের উপর যে দায়িত্ব অর্পন করেছেন,যতদিন প্রয়োজন আমরা আমাদের জীবন বাজি রেখে দেশের তরে প্রথম শ্রেনীর করোনা যোদ্ধা হিসেবে এ গুরুদায়িত্ব পালন করে যাব।করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে সাথে নিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে যা যা করা দরকার তা করতে আমরা সবসময় প্রস্তুত থাকবো।
Posted ১:৩০ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor