ছবিঃ মমতাজ খাতুন
ক্যান্সারে আক্রান্ত মমতাজ খাতুনের বাঁচার আকুতি
ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ।
মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোকে। আমরা কেউ জানিই না যে নিজের অজান্তেই কে কোন ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনই আমাদের একজন মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
আতিয়ার রহমান তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেছেন। আতিয়ার রহমান স্ত্রী প্রায় তিন বছর যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং ক্যান্সার এর জন্য মমতাজ খাতুনের বাম স্তন ও কেটে ফেলা হয়েছে। দিন মজুর স্বামীর পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।
এতদিন চিকিৎসা করে সর্বস্ব শেষ প্রায়। এখন বাড়ির ২কাটা জায়গায় ছাড়া আর কিছু নেই।
এখন চিকিৎসা খরচ চালানোর মতো আর কোনো অবলম্বন নেই। তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আতিয়ার রহমান , গ্রাম : লালনগর, ডাকঘর : ছাতারপাড়া, থানা : দৌলতপুর, জেলা : কুষ্টিয়া। বিকাশ হিসাব নম্বর- ০১৭৭২-৮৪৮৮৪৭
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor