কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে শহিদুলের চায়ের দোকানে হাঙ্গামা ও ভাংচুর চালাতে যায় মোকা ফকির ও তোজাম ফকিরের সন্ত্রাসী বাহিনীরা। এসময় চায়ের দোকানি শহিদুলের মারপিট ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের তিন সন্ত্রান।
গতকাল শনিবার সন্ধ্যায় খাজানগর বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন,হাবিবুর রহমান, ফারুক হোসেন ও মোফাজ্জেম হোসেন। তারা সম্পর্কে আপন তিনভাই। আহতরা ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
স্থানীয় মোকা ফকির ও তোজাম ফকিরের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনীরা হাবিবুর রহমান, ফারুক হোসেন ও মোফাজ্জেম হোসেনের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার হওয়া তিনভাই একই এলাকার বীর মুক্তিযোদ্ধা তোফাজেল হোসেনের ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মোকা ফকির ও তোজাম ফকিরের সন্ত্রাসী বাহিনীর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান,হঠাৎ করেই শনিবার সন্ধ্যায় মোকা ফকির ও তোজাম ফকিরের সন্ত্রাসী বাহিনীরা খাজানগর বাজারে চায়ের দোকানি শহিদুলকে মারপিট ও দোকান ঘর ভাংচুর করতে আসে। এ সময় ফারুক হোসেন তাদের ঠেকাতে গেলে ফারুকসহ তার দুই ভাইয়ের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তারা।বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন,বিষয়টি আমাকে জানানো হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor