১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সমর্থন করার নামান্তর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিষয়ে আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিনে খালেদা জিয়ার জন্মদিন পালন এক ধরণের উপহাস। এদিন জন্মদিন পালন অপরাধের শামিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র কুশীলব নয়; যারা বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করেছে তাদেরও এই হত্যার দায় আছে। তাই কমিশন গঠন করে ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানানো উচিত।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor