জেলার খোকসা মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে রক্ষা কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন।
কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে আপদ কালীন ২’শ মিটার বাঁধ রক্ষা প্রকল্পের। মেসার্স আফিলউদ্দিন ট্রেডার্স বৃহস্পতিবার দুপুরে খোকসা পৌরসভা মিয়াপাড়া গড়াই নদী ভাঙ্গন এলাকায় সাড়ে ১৩ হাজার বস্তা জিও ব্যাগ ফেলা হবে।
উদ্বোধনী দিনে ১’শ ব্যাগ ফেলা হলো। এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মামুন মোর্শেদ শান্ত, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন সহ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।
উল্লেখ্য গড়াই নদী রষায় একাধিক প্রকল্প গ্রহণ করলেও খোকসা পৌরসভার মানচিত্র থেকে কমলাপুর মিয়াপাড়া এর বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবারও বিলীন হওয়ার পথে মিয়াপাড়া বাকি অংশ। ভয়াবহ গড়াই নদী ভাঙ্গনে এবারও রেহাই পাচ্ছে না মিয়াপাড়া বেশকিছু অংশসহ খ্রিস্টান মিশনারী।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor