রকিবুল ইসলাম (রকি)
মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে চলতি অর্থ বছর রবি মৌসুমে কৃষি পূনবার্সনের আওতায় প্রায় ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ কে এম শাহাবুদ্দীন আহমেদ। কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যন ফারহানা ইয়াসমিন,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ,মনিরুজ্জামান মনি মাষ্টার সহ কৃষক,সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষিবিদ কে এম শাহাবুদ্দীন আহমেদ জানান,৪ হাজার ৯শ’১০ জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা,গম,মুগ,পেয়াজ বীজ ও ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)