মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। শনিবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে গাংনীতে ৫ ও মেহেরপুরে ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১শ’৫২।
আক্রান্তরা হলেন,মেহেরপুর ওয়াপদাপাড়ার চামেলী খাতুন ,জুগিরঘোপা গ্রামের নুসরাত,চৌগাছা মোল্লাপাড়ার আজিজুর রহমান ,মোহাম্মদপুরের সাইফুল ইসলাম, সাহেবনগরের আব্দুল হান্নান ও গাংনী বাজার পাড়ার অস্থায়ী বাসিন্দা শামিমা আক্তার।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল আলম জানান,করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন। এছাড়া অন্যান্য আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সার্বিক ভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে। করোনায় আতংকিত না হয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহান জানিয়েছেন তিনি।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে মেহেরপুরে সদরে ১ ও গাংনীতে ৫জনের করোনা পজেটিভ। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।
Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)