রকিবুল ইসলাম (রকি)
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে গাংনী উপজেলা ও গাংনী উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, স্কুল,কলেজ, ইউনিয়ন পরিষদসহ রাস্তাঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার সময় বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে নুরুল হক ফাউন্ডেশন যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আর এটা মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর।আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সকলকে বৃক্ষরোপণ করতে বলেছেন। তারই লক্ষ্যে নুরুল হক ফাউন্ডেশন বনজ ফলজ ও ভেষজ চারা রোপণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা ও ঔষদ ব্যাবসায়ী মাসুম পারভেজ,বিশিষ্ট ইট ব্যাবসায়ী মফিজুল হক লাল্টু, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রতন,আবু কায়সার স্বপন,মোজাম্মেল হকসহ অনেকে।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)