গাংনীতে সরকারী নির্দেশনা মোতাবেক কঠোর লক ডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে ২জন মুদি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ শনিবার দুপুরে উপজেলার ধানখোলা বাজারের দুটি মুদিখানা দোকানে সেনাবাহিনীর সদস্য ও গাংনী থানা পুলিশ সদস্যদের সহায়তায় জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট সুজন দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দেখা গেছে,লক ডাউনের মধ্যে ধানখোলা বাজারে বাইরে থেকে দরজা বন্ধ রেখে ভিতরে বসে জমজমাট ব্যবসা করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট সুজন দাশ করোনা মহামারী মোকাবেলায় মুদি ও চা দোকান ব্যবসায়ীদের পুনরায় সতর্কীকরণের লক্ষে এ আদেশ দেন।তিনি স্বাস্ত্য বিধি মেনে, সামাজিক দুরত্ব মেনে দুপুর ১২ টা পর্যন্ত ব্যবসা করার জন্য বাজারের সকল ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করেন।