রকিবুল ইসলাম (রকি)
গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুপ্রেরণা সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালিব। এসময় বক্তব্য রাখেন জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ সেবক মতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ নেতা সমাজ সেবক মঞ্জুরুল ইসলাম স্বপন,সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণার সহ-সভাপতি রেজবানুল নুল কাদির, মতিউর রহমান, সাংবাদিক এম এ লিংকন,এম এন পাভেল, মিনারুল ইসলাম, রাকিবুল ইসলাম কবি,জাহিদ মাহমুদ সহ অনুপ্রেরণা ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের সদস্যবৃন্দ জানান, অনুপ্রেরণা একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের কর্মীরা অসুস্থ মানুষকে রক্ত দেয়া,করোনা দূর্যোগে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী দেয়া সহ বিভিন্ন সমাজ সেবা মুলক কর্মকান্ড চলমান রয়েছে। এ সংগঠনের ধারাবাহিকতা রক্ষায় সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন অনুপ্রেরণা সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালিব সহ সদস্য বৃন্দ।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)