গাংনী প্রতিনিধি
গাংনীতে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক
গাংনীঃ মেহেরপুরে ২৫০ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম আজাদ (৩৫) ও মেছের আলী (৫৫) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হয়।
আটকৃত কালাম উপজেলার তেরাইল-ওলিনগর গ্রামের সুলতানের ছেলে এবং মেছের আলী তেরাইলের বাগানপাড়ার মৃত মোতাহার বিশ্বাসের ছেলে।
রোববার ভোর রাতে এএসআই শরিফুল ইসলাম ও এটিএসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ভরাট বিলপাড়া মাঠের ত্রিমহনী নামক স্থান থেকে ওই ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করে। এ সময় একটি কালো রংয়ের এপাচি-১৬০ সিসি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত (পাখি) ভ্যান জব্দ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২’শ৫০ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১২ টি মাদক মামলা রয়েছে।
Posted ৭:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor