রকিবুল ইসলাম
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম অনুরাগী, সাহাজুল সাজু,পাভেল মাহমুদ,এম এ লিংকন, হারুন অর রশীদ রবি,রাকিবুল ইসলাম কবি,মাসুদ রানা,লিটন মাহমুদ,এম এ গালিব, ইজাজ উদ্দিন ছোটন,রাব্বি আহমেদ, মিনারুল ইসলাম,রকিবুল ইসলাম রকি সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আহবায়ক কমিটির সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম তার বিগত কয়েক মাসের আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। উপস্থাপনা শেষ হলে তিনি আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন নির্বাচন কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্যঃ আগামী ১৬-ই অক্টোবর রোজ-শুক্রবার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৪-ই অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মনোনয়ন ফরম যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০-ই অক্টোবর। নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে নির্বাচন কমিটি। নির্বাচনে একজন প্রার্থী একটি পদের জন্য লড়াই করতে পারবে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)