রকিবুল ইসলাম (রকি)
গাংনী সীমান্তে ২শ’ ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার মথুরাপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক লে : কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, তেঁতুলবাড়ীয়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর বাঁশঝাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২শ’৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় জড়িতদের চিহিৃত করার চেষ্টা চলছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)