মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও তার পিতাকে  কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও তার পিতাকে  কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম(৩৫) ও তার পিতা অমর আলী কে সরকারী বাস ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে গুরুত্বর যখম করেছে দূর্বৃত্তরা। তিনি বর্তমানে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে  চিকিৎসাধীন রয়েছেন। তার পিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন। দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক  দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় একদল দূর্বৃত্ত উপজেলা পরিষদের  নির্বাহী অফিসারের আবাসিক ভবনে ঢুকে নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্রদিয়ে কোপাতে শুরু করে । এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা তাকেও যখম করে।
পরে অন্যান্য কোয়াটারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথকিম চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে প্রেরণ করা হয়।সেখানে উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঠিক কি কারণে ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
Facebook Comments Box


Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!