নিজস্ব প্রতিনিধি, প্রতিদিনের কুষ্টিয়া
পাঁচ বছর আগে চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মিতু হত্যার সঙ্গে বাবুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগে সোমবার (১০ মে) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়।
পিবিআই সূত্র আরও জানায়, আগামীকাল বুধবার বাবুল আক্তারকে আদালতে তোলা হতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)