নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস চিরকাল থাকবে এবং ভিন্ন রুপে অবস্থান করবে, এমন শঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট বলেছেন, করোনা থেকে বাঁচতে পর্যায়ক্রমে ভ্যাকসিন নিয়ে টিকে থাকতে হবে।
আগামী দুই বছরের মধ্যে করোনা মহামারি বিদায় নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা ডব্লিউএইচও’র প্রধানের এমন মন্তব্যের পরপরই ভাইরাস নিয়ে সতর্ক করলো বিজ্ঞানীরা।
শনিবার ২২ আগস্ট বিবিসি রেডিও টুডে প্রোগ্রামে তিনি বলেন, ভ্যাকসিনের মাধ্যমেই কোভিড-১৯কে নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য বিশ্ববাসীকে বিরতি দিয়ে করোনার টিকা নিতে হবে মনে করেন এই বিজ্ঞানী।
তবে তিনি আরও সতর্ক করেন যে, করোনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপর্যয় ডেকে আনবে। সুতরাং লকডাউন পরিবর্তে বিকল্প উপায় বের করতে হবে, যেন মৃত্যুর মিছিল ঠেকানো যায়।
এদিকে ইউরোপে করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলেও আবার প্রকোপ বাড়ছে। যা উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন স্যার মার্ক। পর্যটকদের আনাগোনার পাশাপাশি অবাধ মেলামেশার কারণে সংক্রমণ বাড়ছে মনে করেন তিনি।
১৯১৮ সালে ভাইরাসে কমপক্ষে ৫ কোটি মানুষ মারা যান।
সুতরাং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী এবং নিরাপদ ভ্যাকসিন আবিষ্কারের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ এই বিজ্ঞানীর।
Posted ১:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)