নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর উদ্যোগে ফুটবল কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চিলমারী সরকারি কলেজ মাঠে বিকেল ৫ টায় ফুটবল কার্নিভালের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হোসেন আনছারী, প্রভাষক শাহীন, সাবেক ফুটবলার জাহিদ আনোয়ার পলাশ, উপজেলা আইন বিষয়ক সম্পাদক প্রভাষক মামুন অর রশিদ, চিলমারী উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি’র সভাপতি শাহীন আজাদ সাইক্লোন প্রমুখ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন উচ্ছন্ন’১৬ এবং অদম্য’১৭। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে অদম্য’১৭ – ৩ গোল এবং উচ্ছন’১৬- ৪ গোলে এগিয়ে থেকে টুর্নামেন্ট বিজয়ী হয়।
Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque