চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে ঝলসে মো. জাশিদুল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার আরামডাঙ্গা গ্রামের মাঠে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে আরামডাঙ্গা গ্রামের শিতল চরা মাঠ থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করে এলাকাবাসী।
জাশিদুল ইসলাম আরামডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, মো. জাশিদুল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় গ্রামের পার্শ্ববর্তী শিতলচারা মাঠের বিলে মাছ ধরতে যায়। এরপর সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তার কোনো সন্ধান না পেয়ে রাতেই দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ি পুলিশ গ্রামের বিভিন্ন মাঠে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বুধবার সকালে স্থানীয়রা মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিতলচরা মাঠের বিলের ধারে জাশিদুলের ঝলসানো লাশ দেখে তার স্বজনদের খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে আসে।দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মেজবাহুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor