চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির সেফটি ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে ট্যাঙ্কির মধ্যে পড়ে আসমা খাতুন (১৮) ও হাসিবুল ইসলাম (২২) মারা গেছেন। বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইশাদুল হকের মেয়ে আসমা খাতুন এবং হাসিবুল ইসলাম একই প্রতিষ্ঠানের কর্মচারী। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার চেষ্টা চালায়।
মুদি ব্যবসায়ী ইশাদুল হক বাজার সংলগ্ন বাড়িতে নতুন সেফটি ট্যাঙ্কি নির্মাণ করেন। গত দুদিনের বৃষ্টিতে ট্যাঙ্কি ভর্তি হয়ে যাওয়ায় তার মেয়ে আসমা পানি পরিস্কার করতে নীচে নামেন। ট্যাঙ্কিতে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে নীচে নামে দোকানে থাকা কর্মচারী হাসিবুল ইসলাম। তাদের দু’জনেরই সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্য এসে ট্যাঙ্কিতে অক্সিজেন সরবরাহ করার পর তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন ট্যাঙ্কিতে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে অক্সিজেন ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ি ইনচার্জ মো: মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor