হাফিজুর রহমান
চুয়াডাঙ্গা সদর থানাধীন চুয়াডাঙ্গা – মেহেরপুর সড়কে মেহেরপুর গামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি যাত্রীবাহী গাড়ি হাতিকাটা এলাকায় পৌঁছালে এই সড়ক দুর্ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে
আজ ৯ আগষ্ট রবিবার দুপুর ১ টার সময় বৃদ্ধ লোকটি চিকিৎসা নেওয়া জন্য ভালাইপুরে পল্লী চিকিৎসক আনিসুল ইসলাম এর কাছে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাসটি এই বৃদ্ধ লোকটি কে চাপা দেয়। দৃর্ঘটার সময় স্থানীয় লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘষোণা করে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি লাশটির।
আনুমানিক বয়স ৬৫ বছর হবে বৃদ্ধের কাছে একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তাতে” তাহাজ উদ্দিন” নাম লেখা আছে। কিন্তু পূর্ণাঙ্গ ঠিকানা নাই। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকাশিত ছবির ব্যক্তির পূর্ণাঙ্গ নাম ঠিকানা যদি কারো জানা থাকে কিংবা কেউ যদি চিনতে পারেন আমাদের এই ঠিকানায় বর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
ওসি চুয়াডাঙ্গা সদর মোবাইল নং :০১৭১৩৩৭৪২৩৭
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque