হাফিজুর রহমান
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে। শুক্রবার ১৪ শে আগষ্ট দুপুর পৌনে ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম চুয়াডাঙ্গা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ায় জামে মসজিদের নিকট কানার আমবাগানের মধ্য হইতে আসামিদের কে আটক করে পুলিশ। আসামি কৃত ব্যাক্তিদের কাজ থেকে ১৮ বোতল ফেনসিডিল ও নেশা দ্রব্য ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে আসামিরা হলেন চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার মৃত নাজমুল শেখ এর ছেলে মোঃ চয়ন শেখ(২৮), চুয়াডাঙ্গা সদর থানার খেজুরা গ্রামের অমূল্য হালদার এর ছেলে মন্টু হালদার(৪০), এবং চুয়াডাঙ্গার দক্ষিন গোরস্থানপাড়ার মোঃ শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী(৩৫)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এবং আমরা চুয়াডাঙ্গা জেলা কে মাদক নির্মূল করার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত রেখেছি।
Posted ৩:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor