হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা কে মাদক নির্মূল করার লক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায় রবিবার ২৩ আগস্ট দুপুর ৩ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম এসআই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌরসভাধীন কেদারগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার
কেদারগঞ্জ এলাকা থেকে হতে ভিমরুল্লাহ মল্লিক পাড়ার মুসলিম মল্লিকের ছেলে সোহাগ মল্লিক( ২৭) কে আটক করে পুলিশ।
এ সময় আসামির দেহ তল্লাশি করে শহরে বহুল প্রচলিত মাদকদ্রব্য ১০ (দশ) পিচ প্যাথেডিন উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী প্রাপ্ত তথ্য মোতাবেক আটককৃত আসামিসহ এই মাদক বিক্রয়ের প্রধান পৃষ্ঠপোষক, গডফাদারসহ মোট তিন জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)