হাফিজুর রহমান
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে। গতকাল মঙ্গলবার ৪ আগষ্ট সন্ধ্যা ৭ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাংগা পৌরসভাধীন শেকড়াতলার মোড়স্থ কালভার্ট এর উপর হইতে মাদক ব্যাবসায়ি মোঃ বিল্লাল হোসেন (৫০) কে আটক করে। পরে তাহার কাছ থেকে ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে , আটককৃত আসামি হলেন চুয়াডাঙ্গা সদর থানার তালতলা গ্রামে শশ্মানপাড়ার আব্দুল জলিল সরদারের ছেলে মোঃ বিল্লাল হোসেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন মাদক ব্যাবসায়ি আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)