জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোটের সদস্য সচিব অনিক আহসান
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোটের সদস্য সচিব সাহসী ছাত্রনেতা শত শত মুজিব সৈনিক গড়ার কারিগর প্রিয় নেতা, যেকোনো মুহুর্তে বিপদে-আপদে ছুটে চলা এক অকুতোভয় মুজিব সেনার নাম অনিক আহসান ভাই।
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ কুষ্টিয়া জেলার দৌলতপুরের কৃর্তি সন্তান ঢাকা মহানগর উত্তর অনলাইন আওয়ামী টিম বোটের সদস্য সচিব অনিক আহসান ভাই ।
আজ বৃহস্পতিবার সকলের সুপ্রিয় অনিক আহসানের শুভ জন্মদিন।
অনিক আহসান ভাই ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
আজ ৪ ই মার্চ প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় আসছেন সকলের প্রিয় আওয়ামী অনলাইন টিম বোটের সদস্য অনিক আহসান জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা। আসলেই তো ঈদ।
কারণ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের কাছে অনিক আহসানের জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক অনিক আহসান এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছে:
গোলাম কিবরিয়া জীবন নামের এক ছাত্রলীগ কর্মী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয় নেতা, প্রিয় ভাই। আপনাকে অনেক ভালোবাসি ভাই। সারাজীবন এই হাসি মাখা মুখটি দেখতে চাই। নিরন্তন ভালোবাসা ও শুভেচ্ছা রইলো প্রিয় ভাই।
খালিদ হাসান রিংকু তার ফেসবুক ¯ট্যাটাসে লিখেছেন, শুভ জন্মদিন ঢাকা মহানগর উত্তর অনলাইন আওয়ামী টিম বোটের সদস্য সচিব অনিক আহসান ভাই। ভালোবাসা এবং শুভ কামনা সবসময় আপনার জন্য। আপনার আগামী দিনগুলো সুখের হোক।
এছাড়া আরও সহস্র নেতাকর্মী তাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor