দৌলতপুর প্রতিনিধি
জমি জায়গা নিয়ে বিরোধ, খুন জখমের হুমকি, অতর্কিত হামলা ।
দৌলতপুর দক্ষিণ পাড়া ১০ নং দৌলতপুর ইউপি, দৌলতপুর কুষ্টিয়া। মোঃ ইদ্রিস আলী জানান বিবাদী গন আমার প্রতিবেশি তাহাদের সহিত জমি জায়গা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে এরই ধারাবাহিকতায় ইং ১৭/০২/২০২২ তারিক দুপুর অনুমান১২.৩০ ঘটিকার সময়। বিবাদীগন পরস্পর যোগসাজস করিয়া হাতে বিভিন্ন ধরনের দেশীয় তৈরি ধারালো হাসুয়া লাঠি বাটাম নিয়া। জনতাবদ্ধে আমার বাড়ির সামনে উপস্থিত হইয়া। আমাকে ও আমার পরিবারের মানুষকে এলোপাতারী মারপিট করিয়া ফোলা থেতলা রক্তাক্ত জখম করে। আরো জানান যে আমার শার্টের বুক পকেটে থাকা নগদ ১১০০০/ ( এগারো হাজার) টাকা বের করে নেয়। আমার বাড়ির রান্না ঘর বাড়াইয়া ভাংচুর করে গাছ পালা কেটে দেয়। পাড়া প্রতিবেশী ও আত্বীয় স্বজন ছুটে আসলে । বিবাদীগন খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর আত্বীয় স্বজন সহযোগিতায় আমি সহ জখমী মেয়ে,জামাই, ছেলে গন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এই ঘটনার বিষয়ে আমার আত্মীয় স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে। দৌলতপুর থানায় আসিয়া অভিযোগ করি।
Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor