নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারীতে শনিবার মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সারাদিন ব্যাপি কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানা, চিলমারী প্রেস কাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন প্রমুখ। আলোচনা শেষে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এছাড়াও উপজেলা আ’লীগের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নেয়াসহ আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, প্রকৌশলী আবু হানিফা রঞ্জু, জামিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ। এছাড়াও সেচ্ছা সেবকলীগের অপর একটি অংশ ১৫ আগস্ট শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছিল।
Posted ২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque