জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরুস্কারের ব্যবস্থা ছিলো। প্রতিযোগীতা শেষে ১৮জন সেরা প্রতিযোগীর পুরুস্কার পায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্বাস্থ্য বিধি নিয়ম মেনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য এছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কে শিশু-কিশোরদের মাঝে প্রতিযোগীতা হয়। সাংস্কৃতিক প্রতিযোগীদের বাছাই শেষে সেরাদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।