জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
অমর একুশে আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষাপ্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাদের বর্ণমালা এখন কেবলই তাদের একান্ত, যা কেড়ে নিতে পারবে না শাসকেরা। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। কানে যে গানই বাজুক, সবার মনে বাজছে একুশের অমরসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওঃ মোঃ মাহি বিশ্বাস সহ জাতীয় শ্রমিক লীগের সকল সদস্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Posted ২:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor