জামায়াত-বিএনপি-হেফাজত এক ও অভিন্ন—মুজিবনগরে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পন শেষে আম্রকাননে লাল গালিচার মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে স্বাধীনতার প্রশ্নে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ তখনও ২৭% ভোট আমরা পাইনি। তারা পাকিস্তানের সমর্থনে মুসলিমলীগকে ভোট দিয়েছিল। সেই ২৭% ভোটার মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছিল। স্বাধীনতার ৫০ বছরে সেই ২৭% আজ বৃদ্ধি পেয়ে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা, অগ্নিসংযোগ, নাশকতা সৃষ্টি করছে। এরপর একই মঞ্চে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন এমপি, শহিদুজ্জামান খোকন এমপি, জেলা প্রশাসক, পু্লিশ সুপার, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারান সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার ঘোষ, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, প্রচার সম্পাদক রুহুল আজম, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, শ্রম সম্পাদক গোলাম মোস্তফসহ মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও হুইপ আল মাহমুদ স্বপনকে লাল গালিচা সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor